পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামে হঠাৎ ‘বাঘ বাঘ’ চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে আউয়াল মেম্বারের বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায় একটি মেছোবাঘকে।
স্থানীয়রা জানান, মেছোবাঘটি রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি অটোবাইকের সাথে সজোরে ধাক্কা খেয়ে বন্য প্রাণীটি রাস্তায় পড়ে যায়। লোকজন বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে প্রাণীটিকে নিরাপদে ঘিরে ফেলে।
পরে মেছোবাঘটিকে শ্রীকান্তপুরে বিএনপির পার্টি অফিসে একটি খাঁচায় রেখে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়।
বিএনপির স্থানীয় নেতা কামাল হোসেন জানান, ঘটনাটি বন বিভাগকে জানানো হয়েছে। তারা এসে মেছোবাঘটিকে গ্রহণ করে যথাযথ পরিচর্যার ব্যবস্থা করবে।
(Visited 46 times, 4 visits today)