পাবনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

আব্দুল কাইউম : পরিবেশ অধিদপ্তর পাবনার আয়োজনে ও রাধানগর মজুমদার একাডেমির সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ১১ অক্টোবর ২০২৩ বুধবার সকালে শিক্ষার্থীদের জন্য দুইটি এবং পরিবহন চালক /শ্রমিকদের একটি শব্দসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর পাবনা মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় ও

রাধানগর মজুমদার একাডেমির অধ্যক্ষ

মোঃ আফজাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয় এর উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার শাখা পাবনা মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা মোঃ জিয়াউর রহমান,সিভিল সার্জন পাবনা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী,সহকারী পরিচালক বিআরটিএ পাবনা মোঃ আব্দুল হালিম।

উক্ত অনুষ্ঠানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বক্তারা শব্দ দূষণ আইন বিষয়ক বিভিন্ন দিক আলচনা করেন এবং শব্দদূষণ এর কুফল তুলে ধরেন এবং আগত প্রশিক্ষনার্থীদের শব্দ দূষণ জনিত অপরাধ থেকে বিরত থাকতে পরামর্শ দেন ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ব্যপারে আলোকপাত করেন।

(Visited 25 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *