রাশিয়া ইস্যুতে এবার চীনকে ধমকালেন বাইডেন

শেয়ার করুন

রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করলে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চীনকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু চীন নয়, অন্য যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন – গেল কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এ ছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও বলেছে একই কথা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই, এবার চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চীন রাশিয়াকে ‘মারণাস্ত্র’ দিলে ‘সীমা লঙ্ঘন’ হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গেল বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কো থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল ম্যাকডোনাল্ডসসহ প্রায় ৬শ মার্কিন প্রতিষ্ঠান। সে সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বাইডেন বলেছিলেন, ‘রাশিয়াকে সহায়তা করলে বেইজিংয়ের অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’

(Visited 189 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *