শীর্ষ সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যৌথ বাহিনীর অপারেশন কমান্ডারকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার জেলেনস্কি এ ঘোষণা দেন। তবে কী কারণে তাকে চাকরীচ্যুত করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। বরখাস্ত হওয়া সামরিক কর্মকর্তা হলেন মেজর জেনারেল এডুয়ার্ড মোস্কালিয়েভ। তিনি ডনবাস অঞ্চলে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার জারি করা এক লাইনের ডিক্রিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ডনবাস অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে এডুয়ার্ড মোস্কালিয়েভকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। এডুয়ার্ড মাইখাইলোভিচ মোস্কালিয়েভ গত বছরের মার্চে এই পদে নিয়োগ পান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ সারা দেশে দুর্নীতি বিরোধী তদন্ত চালাচ্ছে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় অনেক সিনিয়র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মোস্কালিয়েভের বরখাস্ত দুর্নীতির জন্য ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রুশ বাহিনী বর্তমানে ডনবাসের পূর্বাঞ্চলে দুইটি এলাকা দখলের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব ইউক্রেনের সামরিক পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।

(Visited 25 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *