মানুষ সংসারী দেবতা নয় – আলমগীর কবীর হৃদয়

শেয়ার করুন

আমাকে দেবতা জ্ঞানে

অথবা ফেরেস্তা ভেবে পথ চলো না

আমি রক্তে মাংসে গড়া মানুষ মাত্র

আমার মাঝে

আবেগ, ভালোবাসা, হিংসা, ক্রোধ

মান-মর্যাদা সবই বিদ্যমান

মানুষ কখনও ফেরেস্তা বা দেবতা হয় না

সৃষ্টি কে সুন্দর করে সাজাতে কিংবা

সৃষ্টির ধ্বংসে যা কিছু করণীয়

মানুষের মাঝেই আছে সে তত্ত্ব।

অদেখা ভালোবাসা স্পর্শহীন অনুভূতি –

সে শুধু সৃষ্টির স্রষ্টা র জন্য

মানুষ মানুষের প্রেম ভালোবাসা

কামনা বাসনায় সংসার গড়ে আজীবন

আমাকে কখনও দেবতা বা ফেরেস্তা ভেবো না।

(Visited 11 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *